ইতিহাস
<p>সরকারি উচ্চ বিদ্যালয় মাগুরা জেলা তথা বৃহত্তর যশোর জেলার ঐতিহ্যবাহী গৌরবমন্ডিত সুপ্রাচীন বিদ্যালয়গুলোর অগ্রজ। ১৮৫৪ সালে বৃহত্তর যশোর জেলার অন্তর্গত মহকুমা শহর মাগুরায় ছিল এর অবস্থান এবং এখানেই উচ্চ বিদ্যালয়ের গোডাপত্তন। এই বিদ্যালয়ের সুতিকাগৃহ মাগুরার প্রায় তিন কিলোমিটার পশ্চিমে শিবরামপুর গ্রামে।ইংরেজ শাসন আরও মজবুত করার লক্ষ্যে ১৮৪৫ সালে সাবেক যশোর জেলার একটি মহকুমা করা হয় এই মাগুরা শহরকে। প্রায় দশ বছর পর এক শুভ লগ্নে শিবরামপুর থেকে এই বিদ্যালয়টিকে উচ্চ বিদ্যালয়ে উন্নীত করার আশ্বাসে তুলে নিয়ে আসা হয় শিবরামপুর থেকে মাগুরায়।</p>