সমাজ সেবা অফিস থেকে বিভিন্ন ধরনের শিক্ষা মূলক কর্য্যক্রম হয়ে থাকে।
সপ্রতিবন্ধী শিক্ষাথীদের জন্য শিক্ষা উপবৃত্তি
প্রতিবন্ধী শিক্ষার্থীদের ৪টি স্ত্তরে বিভক্ত করে নিম্নরূপ হারে উপবৃত্তি প্রদানঃ- ² প্রাথমিক স্তর (১ম- ৫ম শ্রেণী): জনপ্রতি মাসিক ৩০০ টাকা; ² মাধ্যমিক স্তর (৬ষ্ঠ- ১০ম শ্রেনী)জনপ্রতি মাসিক ৪৫০ টাকা; ² উচ্চ মাধ্যমিক স্তর (একাদশ ও দ্বাদশ শ্রেণী): জনপ্রতি মাসিক ৬০০ টাকা; ² উচ্চতর স্তর (স্নাতক ও স্নাতকোত্তর): জনপ্রতি মাসিক ১০০০ টাকা; | ² সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫ বছর বয়সের ঊর্ধে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী, যাদের বার্ষিক মাথাপিছু পারিবারিক আয় ৩৬,০০০ (ছত্রিশ হাজার) টাকার নিচে। | ² বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ৩ মাসের মধ্যে নতুন উপবৃত্তি গ্রহণকারী নির্বাচনসহ উপবৃত্তি বিতরণ এবং নিয়মিতভাবে শিক্ষাকালীন সময়ে; |